Saturday, June 29, 2013

যথাক্রমে পবিত্র ও অপবিত্র

গোসল করে
অজু করে
পাক পবিত্র হলো দেহ
আর মন?
নামাজে আসার আগে
নতুন কাজের বেটির
আটোসাটো দেহ আঁকা
যে মনে
সেই মন হলো পবিত্র

প্রেম পবিত্র হয় দুইভাবেঃ
আইনের কাগজে দস্তখত করে দেহদান
স্বামী ছাড়াও বিবাহ বহির্ভূত প্রেমিককে দেহদান
এই দুই সম্পর্কই পবিত্র

এখানে অপবিত্র কি কি?
উপরের বিষয় নিয়ে আলোচনা করা
স্ত্রীর চোখের তারাতে সন্দেহের ঘনঘটা
পান থেকে
খসে যাওয়া চুন অপবিত্র

চাহিবামাত্র দেহদান - পবিত্র
সমঝোতাতে অস্বীকৃতি অপবিত্র
শরীরে বহু ভালবাসার ঘ্রান পবিত্র
মনে একাকী ভোগের আকাঙ্ক্ষা অপবিত্র
ভাগ বাটোয়ারা পবিত্র
যদি তা কেউ জেনে যায় - অপবিত্র
প্রকাশ আর অপ্রকাশের মাঝামাঝি
পবিত্রতা আর অপবিত্রতার বসবাস

মন অপবিত্র
যে মন বহুগমনে ইর্ষান্বিতা

No comments:

Post a Comment