এ্যাত সুন্দর চোখ থেকেও
তুমি অন্ধ!
তুমি তো জন্মান্ধ নও!
সুন্দর চিন্তাশক্তি তবু
মাথার ভেতর এক বৃহৎ টিউমার
আড়াল করে রাখে
সত্য, মিথ্যা, পাপ, পুন্য
তুমি তো অবুঝ নও!
কাকে কষো হাজারবার ?
এইসব আহাজারি, অক্ষমতা, অজ্ঞতা, সীমাবদ্ধতা
আসমানী মেঘের নীচে ঢেকে রাখতে চাও!
তুমি তো পঙ্গু নও!
কেন এই আহাজারি
দিনরাত এটা নেই সেটা নেই
অভিযোগের ছেড়াছেড়ি
কোন প্রাচীন গ্রন্থের গহীনে
রাখতে চাও লুকিয়ে
দীর্ঘ তালিকা
তোমার সকল পাপের!
সব লেনদেনে
শ্বাসের লোল চক চক করে
লোভের লালা দিয়ে বোনা মাকড়শার
অদৃশ্য জাল
বুনে যাও শত সহস্র বছর ধরে
নিজের হাতে নিজের কবর খুড়ে
কাকে খোঁজো রাতদিন
দোষী করবে বলে
যে নেই তাঁকে দোষী করো
যে দোষী তাঁকে এড়িয়ে চলো
নিজের দুর্ভাগ্যের দোষে
নিজের মাথা খুটে মরো
ভাগ্যরে দাও সব দোষ
ইশ্বরে সারা না দিলে !
No comments:
Post a Comment