সেই রোদ্দুর আজ ছিল
তবে এক চিলতে
শুধু মুখ দেখিয়ে চলে গেলো সূর্য
অনেকদিনের ছুটিতে
বড় আলসেমী করে
উঠেছে দেরী করে
থাকতে বললে
হাসলো শুধু
না অবজ্ঞা
না আগ্রহ
শুধু হাসলো
এক চিলতে ঠোটের কোনে
সেই চলে যাবার আগে
শুধু একবার
বললো
এই অসময়ে
আর বসবোনা
চলে গেলে ভুলে যেও
মনের একপাশে ফেলে রেখোনা
ভুল করে
পরগাছার মত বেড়ে উঠতে পারে
মুছে ফেলো
উপরে ফেলো
মন থেকে
একেবারে সমূলে
না হলে কস্ট পাবে
ক্ষত হলে
No comments:
Post a Comment