Saturday, June 29, 2013

খুব ছোট্র এক পাখী – ফিঞ্চ

খুব ছোট্র এক পাখী – ফিঞ্চ
গলাতে সরু বাদামী
সরু নীল রঙ দুই ডানাতে ছড়িয়ে
চলে গেছে ল্যাজের শেষ পর্যন্ত
শীষ দেয় এডালে সেডালে এসে
তারপর নিমেষেই উড়ে যায়
একেবারে বনের আরেক প্রান্তে
এইভাবে খুঁজে নেয় সাথীরে
খুব ছোট্র এক পাখী – ফিঞ্চ

No comments:

Post a Comment