আলো আঁধারে এক ছায়ার গল্প বলি
শব্দ করে কান্না করেনা সে মোটেই
যতই দুঃখ থাকুক
অপেক্ষা করে আঁধার কাটার
কেটে তো যায় তবে
কাটতে না কাটতেই আবার এসে
বসে জেঁকে
সেই ছায়ার মনে
মেঘের মত শব্দ ভাসে
কথা হবার আগেই সেইসব শব্দেরা
উড়ে যায় দূরে
দীর্ঘশ্বাসের দমকা বাতাসে
অন্যমনস্ক আর গভীর দুঃখ
মনের ক্লেদাক্ত পাথরের নীচে
চেপে রাখে
আঁধার এলে
সেইসব তিক্ত স্মৃতি উঁকি দেয়
মনের আনাচে কানাচে
অন্ধকারে খেলা করে একাকীত্বের সাথে
সেই ছায়ার অবয়বে এক পাথরের
পোষাক আছে
উপরে হাসির প্রলেপ মাখানো
আবেগের ঢেউ
কপোলে লাল আভা হয়ে থাকে
সেই ছায়ার নীচে
হাসি আর দুঃখ
বহুকাল বাস করে একসাথে
অচেনা অজানা দুই মেরুর বাসিন্দার মত
No comments:
Post a Comment