Saturday, June 29, 2013

বিশ্বাসের দরদাম

বিশ্বাস দুইভাবে অর্জিত হতে পারে
কিনে
মাগনা
খরিদ করা বিশ্বাস মোটামুটি টেকসই
না হলেও বিক্রিত মালের গারান্টি আছে
মাগনা বিশ্বাস করলে সাথে ঝুকি থাকে
হারাবার
বিশ্বাস হারিয়ে পাগল হবার বেদনা
বিশ্বাস হত্যা হলে তার দাফন কাফনের যাতনা

মাগনা বিশ্বাস অনেকটা
নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো
নিজ দায়িত্বে বিশ্বাস করো
নিজ দায়িত্বে কাঁটার উপরে চলো
রক্তাক্ত করো গোড়ালি
বাকী পথে পথে
ফেলে রেখে যাও চিহ্ন

যা কেউ চিনতে পারেনা
বুঝতে পারেনা কখনও

বিশ্বাস করতে পারেনা অবিশ্বাসকে
কেউ বিশ্বাস করেনা তোমাকে
বেদনাকে/যাতনাকে/মর্মপীড়াকে

সেই মাগনা বিশ্বাসে মোহিনী যাদু আছে

আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে
খুব কাটতি বাজারে
যদি এই বিশ্বাস সত্যি হয়
মন্দ নয়!
টাকা দিয়ে বিশ্বাস কিনে যদি ঠকতে হয়!
তারচেয়ে মাগনা দিয়ে ট্রাই করো
তাই মাগনা বিশ্বাস যদি ঠকায়
তবু ভাল
মন্দের

তবু মন মানেনা
মাগনা আর কেনা
দুটোতেই ঝুকি মনে পচন ধরার

No comments:

Post a Comment