Saturday, June 29, 2013

মুখোশ

কে ভাল মানুষের মুখোশ পড়ে?
শয়তানে।
কে নিজের পরিচয় দেয়না?
শয়তানে।
অতিরিক্ত মনোহরন
প্রেমসিক্ত নিবেদন
নরম পদে বিচরন
চাহনি হরিনের মত
ভাব অসহায়
সব সময় হারাচ্ছে
সব সময় দিয়ে যাচ্ছে
ত্যাগে বিশ্বাসী
শয়তানে নেয় না কিছু
শুধু ব্যাথা পায়
বেদনাসিক্ত
ক্ষনে ক্ষনে আহত
তবু কৃতজ্ঞ
এইসব মুখোশ শয়তানের জন্য জরুরি
বিষাক্ত নখ বিস্তারের আগে
মাটি নরম করা প্রয়োজন
শয়তান সবার চেয়ে
সভ্য, ভদ্র
আর নিখুঁত অভিনেতা/অভিনেত্রী

No comments:

Post a Comment