প্রকৃতির সাথে হেটে হেটে
খুব ক্লান্ত আজকে
পৃথিবী ।
ঝড়, বৃষ্টি, আলো, আঁধার
এদের সাথে ছুটে ছুটে
খুব ক্লান্ত আজকে
আমি।
বিশ্রাম নিতে নিতে
ক্লান্ত ।
একঘেয়ে জীবন টেনে হেচড়ে
ঘষেমেজে বলতে
ক্লান্ত ।
পা চলতে চায়না আর
মন টেনে নিয়ে চলে
হোচট খেয়ে পড়ি
অনিশ্চয়তার গর্তে ।
খুব ক্লান্ত আজকে
আমি।
No comments:
Post a Comment