আমরা সবাই কারু না কারু
কেউ না কেউ হই
আমরা কেউই কারু নই
মাঝে মাঝে ঘরের মানুষ
পিঠে ভুকে দেয় ছুরি
অবশ লাগে
চোখে অবিশ্বাস নিয়ে
পিঠের অদৃশ্য ছুড়িতে হাত বুলায়
নাকের উপর নোনা জল গড়ায়
ধাক্কা লেগে
নর্দমাতে শেষ খাদ্যটুকু
উপুর হয়ে নস্ট হলে
যেমন কস্ট হয়
শূন্য মনে হয়
এ্যাত পরিবার পরিজন
এ্যাত সন্তান সন্তুতি
এ্যাত পরিশ্রম আর স্বপ্ন
নিমেষে উবে যায় কর্পুড়ের মত
ঘরের মানুষ নদীর জলের মতন
ঢেউয়ের দোলায় দোলায়
ভেঙ্গে ভেঙ্গে কূল
চলে যায় অন্য এক প্রান্তে
আমরা সবাই সবার
আর কেউ কারু নই
No comments:
Post a Comment