Saturday, June 29, 2013

সহ্য অসহ্য

তুমি এ্যাত জোরে কেশোনা!
তুমি এভাবে হেসোনা!
তুমি এভাবে বলোনা!

তুমি বেদনাদায়ক হলে
তুমি পরিত্রান পেলে
যাতনা নেই
হাসি, কাশি, উঠাবসা
অসহ্য কথা
নেই, নেই কিছু নেই

এইবার বলো, কেমন আছো?
তুমি কি শান্তি পেলে?

তুমি বিনে আমি শান্তিতে আছি

No comments:

Post a Comment