Saturday, June 29, 2013

নিঃশব্দে

চলে গেলে
নিঃশব্দে
হেসে হেসে বললে
নিঃশব্দে
শব্দ না করেও বুঝে নিতে হবে
সব দুঃখ
নিঃশব্দে
শুধু মুখ দেখে
শুধু চোখে চোখ রেখে
জানালায় বাতাসের আসা যাওয়া
বুঝে নিতে হবে
পাতার কাঁপন দেখে
তবু উৎকণ্ঠা
তবু ভয়
নিঃশব্দে
চলে গেলে
হেসে হেসে
নিঃশব্দে

No comments:

Post a Comment