Saturday, June 29, 2013

সাধু

আমরা ভাব ধরতে ভাল পারি
এমন ভাব যেন ভাঁজা মাছ উলটে খেতে জানিনা
এমন ভাব যেন যত দোষ নন্দ ঘোষের
আমরা সবাই সাধু
তাইলে দোষীগুলা থাকে কৈ
সবাই সাধু বলেই
অসাধুদের দৈর্ঘ্যে, প্রস্থ, নির্ণয় করা যায়না
বজ্জ্বাতেরা করে থৈ থৈ
চারিধারে
সাধুর ভাব ধরে

No comments:

Post a Comment