Saturday, June 29, 2013

থেমে থাকা

চলে যাওয়া মানে থেমে থাকা
গল্পে, হাসিতে, স্মৃতির আবেশে
এক বিষন্ন সন্ধ্যায় কার্নিশের কাক
নেই কোন হাক ডাক
উড়ে যায় হঠাৎ
ডানার শব্দে চকিতে চেয়ে
দেখি সে ছিল বসে
এ্যাতক্ষন জানিনি
এখন আর নেই
চলে যায় কালো ডানা নিয়ে
চলে যাওয়া মানে
থেমে থাকা অলস দুপুরে
ক্লান্ত পদযুগল থেমে গেলে
টুকরোঁ হাসি বিঁধে থাকে
মাথার পেছনে টেনে বাঁধা চুলের ক্লিপে
থেমে থাকে পথের মধ্যিখানে
রোদ্দুরে
চলে যাওয়া মানে থেমে থাকা
আনমনা হওয়া না হওয়া সময়ে

No comments:

Post a Comment