মানুষের ভেতর এক পশুও বাস করে।
মানুষ যখন স্কুলে যায় সেই পশু ঘুমায়।
মানুষ যখন লোকালয়ে
সমাজের সভ্যতা চচ্চড়ি ভাঁজা করে
তখন সেই পশু ঘুমায়।
মানুষ যখন দ্যাখে শক্তিশালী মহিলা
বা মহিলার বাপের অগাধ টাকা সেই পশু ঘুমায়।
মানুষ যখন দ্যাখে কোথাও কেউ নাই -
সেই পশু হাই তোলে।
মানুষ যখন দ্যাখে এই বিশাল দুনিয়াতে
এই মেয়ে সম্পুর্ন একা সেই পশু নখ বিস্তার করে।
মানুষ যখন বুঝতে পারে
এই মেয়ে কাদা মাটি ভীত সন্ত্রস্থ
ভালবাসার কাঙ্গাল
বুক ভরা আবেগ চোখ ভরা জল;
এই পশু তখন সেই মেয়ের ঘাড়ে নখ বিধিয়ে দেয়।
এই মেয়েকে রক্তাক্ত করে
এই মেয়ের চোখের জল শুষে নেয়
এই মেয়ের হৃদয় মরুভুমি হলে
এই পশু ধীরে ধীরে হাটে, ঢেকুর তোলে, এদিক সেদিক দ্যাখে
পেটের নীচে হাত বুলিয়ে ঘুমিয়ে পড়ে
আবার কোন নির্জন দ্বীপে জেগে উঠবে বলে
যেখানে পাশবিকতার মান মর্যাদা আছে
সুধুমাত্র নরম জাগাতেই এই পশু বীর্যপাত ঘটায়
No comments:
Post a Comment