মন বুঝে ফেললে
মন রাখা হলোনা
মন ভেঙ্গে গেলো
মন থেকে উড়ে
অন্যমনে বসলো যেয়ে
ভাঙা মন আর
লাগেনা জোড়
হাজারও সংযোগে
শুধু বিরম্বনা
এলোমেলো ভাবনা
মাঝখানে রইলো ঝুলে
বিদ্যুতের তারে ঝুলে
মৃত কাকের ডানা
একবার রওনা হয়েছিল
শেষ হয়নি যাত্রা
অন্যমনস্ক
এক দুর্বোধ্য বেদনা
আঁটকে দিলো পথিমধ্যে
কি ছিলনা
বোধহয় ভালবাসা
এই সাড়া পথে
বিশাল ভ্রমনে
তেতুলিয়া থেকে টেকনাফ
শুধু দুঃখ পেলে
ভালবাসতে যেয়ে
আটকে গেলে
মৃত কাক হয়ে
No comments:
Post a Comment