সব চেয়ে ছোট ছিল আশা
করা হতোনা তাই
একেবারে ধরা ছোয়ার বাইরে
থাকতো সব সময়
দুরের জিনিষ ক্ষুদ্র
অজানা অচেনা
কল্পনার ফানুস
যতক্ষন হাতের মুঠোতে না এলো
তো কল্পনার উষ্ণতা থেকেই গেলো
সেই দুর্লভকে পেতে
কতই না কল্পনা জল্পনা
একদিন গজব হলো
তো সে যখন কাছে এলো
ধরা দিলো
ব্যবহৃত হলো
তো ফালনা মনে হলো
আবার
চললো অধরা হননে
এক অভ্যাসের মতো
দুর্লভ প্রাপ্তির যোগ সুভ ।।
No comments:
Post a Comment