ভাই ভাইকে পিটিয়ে হত্যা করে
বিদেশীরা দূর থেকে হাসে
বিজয়ীর হাসি
বিদেশীরা সব সময়ই নির্দোষ
বিদেশীদের সব কিছুই সুন্দর
বিদেশিরা সব সময়ই নির্ভুল
বিদেশীদের পদলেহনে মধু
বিদেশীদের কমিশনে জাদু
ভাইয়ের পিঠে ছোড়া ভুকে
ভাইয়ের রক্তে স্নান করে পবিত্র
বিদেশীদের হুকুমে ল্যাজ নেড়ে
বিস্বস্ত কুকুর পদে পদোন্নতি
বিদেশীরা না থাকলে এ্যাত আরাম আয়েশ
যেতো সব রসাতলে
বেইমানীতে সরগ এসে
হাতের তালুতে তা থৈ থৈ নাচে
No comments:
Post a Comment