পানির নীচে বসবাস
ডুবুরীর মত নয়
কারন ডুবুরীরা পানির নীচে বসবাস করেনা
তলদেশে যায় সুধু মাঝে মাঝে
কুড়াতে মুক্ত মনি মূল্যবান পাথর
পানির নীচে বসবাস
জলজ উদ্ভিদের মতোন
জলজ উদ্ভিদ ঘরে
বসবাস করে তলদেশে
তাই অভ্যাস হয়ে গেছে
পানির নীচে বসবাস
যে বার বার ডুবে যায়
নাকেমুখে পানি ঢুকে যায়
বিনা অনুমতিতে
চুবানি খেতে খেতে
এক সময় অভ্যাস হয়ে যায়
পানি খুঁজে নেয় নাকে মুখে
যাবার সোজা পথঘাট
No comments:
Post a Comment