মিথ্যা বলে
সত্যের মতো
ভালবাসা নিয়ে
প্রেম নিয়ে
সুধু দেহ পায়
মন হারিয়ে যায়
মিথ্যার আবরন খুলে যায়
মিথ্যার শেকরের পোকাভরা
বিল বিল করে বেরুতে থাকে
নানা রঙের পোকা
নানা আকারের পোকা
নানা ধরনের ইচ্ছা অনিচ্ছা নিয়ে
এই পোকারা দাবী করে
বিবেক
দেহ থেকে ছিলে বিবেক বের করে নিয়ে
যায় টুকরো টুকরো দাঁতে
ক্ষুদ্র ক্ষুদ্র নোংরা নখে
বিবেকের টুকরোগুলো ঝুলে
অসহায়
সেই স্বাস্থ্যবান পোকাদের আহল্লাদী
হেলেদুলে চলা
বিবেকের
টুকরোঁ পেটে চিক চিক করে চামড়া
মিথ্যারা সব বেরুতে থাকে
কিল বিল করা পোকা
সত্য বলেনা ওরা
প্রেমের কবিতা - মিথ্যা
ভালবাসার কথা - মিথ্যা
দেহ পায় সুধু
হৃদয়ের পচাগলা পানি পানি
সতেরো, সাতাশ, সাইত্রিশ, সাতচল্লিশ, সাতষট্টি
সব গুলো দেহ সত্যের অপুষ্টিতে ভোগে
মিথ্যার বেসাতী
সব গুলো হৃদয় পচাগলা
পানি পানি
No comments:
Post a Comment