Tuesday, June 25, 2013

ছাড়পোকার মত দেশপ্রেমিক

ভালবাসা লেপটে থাকে লাল সবুজ পতাকায়
মানুষ মরে গেলে কেউ দাফন করেনা
জীবন চলে যায় হেসে খেলে যার যার কাজ শেষে
সবাই পতাকা ভালবাসে
গান ভালবাসে
মানুষের লাশ ভাসে
নর্দমাতে
জীবন এই রকম
ভালবাসার এক নিরাপদ জাগা আছে
সম্পুর্ন ঝুঁকি মুক্ত
ফেসবুকে পতাকা উড়াও
ঘরের পাশের নোংরা নর্দমাতে
মুখ থুবড়ে ঘুমন্ত যুবককে
পালটে দেখোনা
কে করে ঝামেলা!
কোন ড্রাগস কেস হবে হয়তো
সন্ত্রাসীকে ক্রশফায়ারে নিয়েছে
এইসব ব্যাপারে নিজেকে জড়ানো ভুল
ভালবাসার জন্য আছে পতাকা
বন্ধু গুম হয়েছে
বান্ধবী খুন হয়েছে
এইসব নিয়ে মাথা ঘামাতে নেই
রাজনীতিও আমাদের জন্য নয়
আমরা ভালবাসি দেশকে
হেঁটে যায় মানুষের লাশের উপর দিয়ে
ভালবেসে
এটা সেটা টিপে দ্যাখো
যদি কিছু বেরুই
কাজে লাগবে
জীবন কাটে স্বপ্নে, গর্বে, অহংকারে
সুটকেসে ভরে রাখি
ভালবাসা, রীতিনীতি
ছারপোকার সাথে
বিজয়ের পতাকা

No comments:

Post a Comment