অদৃশ্য হাত
মাথায় আঘাত করে
আচমকা
সেই হাত আসে
স্মৃতি ছিনিয়ে নিতে
ঝিম মেরে থাকি
কেউ প্রশ্ন করলে
উত্তরটা ক্রমশ দূরে চলে যায়
বুঝতে পারি ঐখানে
অথচ পড়তে পারিনা
স্মৃতির ঝাপিটা ছিনতাই হয়ে গেলে
আমি যুদ্ধ করি
বাতাসের সাথে
ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে
যা কিছু দেখতে পায়
স্মৃতির ঝাপিটা দূর থেকে
আমাকে দ্যাখে
ফ্যাল ফ্যাল করে
তুমি কি এমনই রয়ে যাবে চিরকাল?
ভাল করে দ্যাখো
একেবারে হাতের কাছে
দাঁড়িয়ে আছে
সব প্রশ্নের উত্তর
ভাল করে দ্যাখো
স্মৃতির ঝাপিটা ধীরে ধীরে ফিরে আসে
করুনা করে
No comments:
Post a Comment