সবাই লালন পালনে অভ্যস্থ নয়
কেউ কেউ পালিত হতে ভালবাসে
অন্যগৃহে
নিজগৃহ থেকে বিতারিত হয়ে
কেউ কেউ যাযাবর হতে ভালবাসে
কি যেন জ্বলে যায় প্রতিদিন
আগুনের আঁচ অনুভব হয় শুধু
নেভাতে পারেনা আগুন
অনল নির্বাপনের যাদুর বালি
হারিয়ে গেছে
অনেক আগে
প্রাচীন পুঁথির বিলুপ্ত দাগে
ধরে নিচ্ছি কিছু লেখা ছিল
সেখানে একদিন
এখন যা কল্পনা শুধু
বাস্তবে পা রাখতে ভয়
তাই কল্পনার ফানুসে নির্ভর
কেটে যায় বেশ
একে ওকে দোষ দিয়ে
নিজের দায়িত্ব এড়িয়ে
বাকী সব ছেড়ে দিয়ে
একদা অমুক ছিল
এখন আর সেসব তমুক নাই
হবেনা কোনদিন
নিজের মুরোদ জানা আছে
কি কি অজুহাত
ছিল এইসব প্রাচীরের আশেপাশে
No comments:
Post a Comment