Tuesday, June 25, 2013

দরকারি শব্দ

কোন শব্দ নেই
তবু শুনতে পাই
শ্বাস প্রশ্বাস
মনের ভেতর
অপেক্ষা করে
চলে যায়
দীর্ঘ সময়
কেউ জানেনা কার
তারাহুড়োতে
ভুলে যায়
হঠাৎ মাঝ পথে
সবকিছু নিশ্চুপ হয়
ভাবনার অপেক্ষায়
এই শ্বাস প্রশ্বাসের
শব্দ শুনবো তাই

No comments:

Post a Comment