জ্যোতিষীর সব কথা রাতারাতি ঠিক হয়না
সেটা আমিও জানতাম
আত্মবিশ্বাসে চিড় ধরেছে
বলেই তো গেলাম
হাতের মুঠো খুলে দিলাম
আর সব ভাগ্য উবে গেল রাতারাতি
সেটা আমিও জানতাম
যদি বলি ভালবাসি
তুমি বোঝো মাল বিকোচ্ছেনা
বাজার খারাপ
যদি বলি ঘৃনা করি
তুমি বলো মাগী দেমাগ দেখাচ্ছে
ভাউ বাড়াচ্ছে বাজারে
আমিও জানতাম সেটা
বাজারে মাল বেচাকেনার
দক্ষতা সবার সমান নয়
কেউ বেশী মুনাফা করে কেউ কম
এই দক্ষতাই মাল বিক্রী করে
ব্যবসায়ী/টাকাকড়ি মালপানি
সম্পদ/বৈভব/গহনা/শাড়ী
এ্যাত পছন্দ অথচ
বেচাকেনা নাম শুনে নাক কেন সিটকায়
জানতাম সেটা আমিও
মুঠো খুলে দিলাম
পড়ে ফেললে ভূতভবিষ্যত
আর ভেঙ্গে দিলে স্বপ্ন চুরমার
নষ্ট করে দিলে আচ্ছাখাসা বাজার
জ্যোতিষীর কাছেই ঠেলে দিলে অগত্যা
আমি জানতাম
এমন যে হবে তা
No comments:
Post a Comment