Saturday, June 29, 2013

সরে এসো দুঃখ থেকে

সরে এসো
সেই প্রান্ত থেকে
স্বব্ধ সময়ের
জঙ ধরা করাত দিয়ে ভেজা গাছ কাটা
এক চিলতে রোদ
এসে বসতে না বসতেই
উধাও
আরেক হেমন্তের আশায়

পড়ে দেখো সব শব্দ
হোচট খাবে নিজেরই কল্পনাতে
একদিন এইসব গল্প, গল্প ছিলনা
প্রত্যাশিত শব্দ ছিল
ভাতের জন্য অপেক্ষারত ক্ষুধার্ত পেটের মত

সরে এসো
কার্নিশের অতটা কাছে গেলে
হাত যদি রেলিং ফসকায়
মুখ থুবড়ে পড়বে তুমি
নিজেরই ছায়ায়

দুঃখের অন্যপিঠে একটি নয়
আমাদের দুজনেরই নাম ছিল
লেখা প্রতিশ্রুতির সবুজ কালিতে
সেই রঙ ফ্যাকাসে হলো
সেই গল্প প্রাচীন হলো
তুমি শুধু এখনও দাঁড়িয়ে আছো
মিউজিয়ামের বৃহৎ ঘরে

সরে এসো – দু’পা হেটে মোর পেরুলেই
ঝম ঝম করে বৃষ্টি নেমে
ধুয়ে যাবে এই প্রাচীন গল্প
তখন ঝির ঝিরে বাতাসে
শেষ রোদ্দুর মুঠোতে ধরে ফেলো
আলতো করে

সরে এসো দুঃখ থেকে

No comments:

Post a Comment