চোখ বন্ধ করে হাটছিলাম
তাই হোচট খেলাম
চোখ খুলে হেঁটে হোচট খেয়ে
কপালের দোষ দিয়েছি
... সহজ আর সাদামাটা
অপবাদ দেওয়া সহজ
সহজ মানুষগুলোকে
প্রতারনা করাও সহজ
জটিল লোকেরা তাই
সহজ সহজ
ধোঁকা দেয় সহজেই
তাই হোচট খেলাম
চোখ খুলে হেঁটে হোচট খেয়ে
কপালের দোষ দিয়েছি
... সহজ আর সাদামাটা
অপবাদ দেওয়া সহজ
সহজ মানুষগুলোকে
প্রতারনা করাও সহজ
জটিল লোকেরা তাই
সহজ সহজ
ধোঁকা দেয় সহজেই
No comments:
Post a Comment