Saturday, May 5, 2012

মুঠিতে সূর্য

তুমি চাইলেই পারবে
সব অপরাধ লুকিয়ে রাখতে
তুমি চাইলেই পারবে
রক্তে সাঁতার কাটতে
তুমি চাইলেই পারবে
ধুলো দিতে সবার চোখে
চাইলেই পারবে
সবার ধর থেকে মাথা আলাদা করতে
শুধু চেয়ে দ্যাখো
ইশ্বর এসে যাবে
তোমার মুঠিতে  

No comments:

Post a Comment