Wednesday, May 9, 2012

মৃত্যু কি শুধু আজই এলো ?
লাশ কি শুধু আজই ভাসলো ?
কোথায় ছিলে এ্যাত কাল ?
আজ জেনেছো ভাই গেছে তাই
কাল শোনোনি
...সেই কান্নার শব্দ

বিশ্বাস না হয়
নদীগুলোকে শুধাও
লাশ ধুয়ে ধুয়ে
শুখিয়ে মরু হলো পদ্মাপাড়

এমন ছিলো সেই কান্না
ফিসফিসানো
শব্দ হলে যদি
লাশ হয়ে যায়
শকুনদের শুধাও
লাশে অরুচি ধরেছে

চারিধারে শুধু ভাগাড়
বসে ঝিমানো যো ছিলোনা

No comments:

Post a Comment