Wednesday, May 9, 2012

সেই বৃষ্টি আর হয়না

সেই বৃষ্টি আর হয়না
সেই কাদামাটি ধুয়ে ধুয়ে আর যায়না
আটকে থাকে আবর্জনা একখানে
সেই পূতিগন্ধময় পুরানা কাসুন্দিতে
পড়ে আছে মুখ থুবড়ে আকাশ
বিষাক্ত মেঘে মেঘে মনগুলো ছেয়ে গেছে
সেই ঝড় এখন আর হয়না
মিথ্যার দেওয়ালগুলো অকেজো কাগজের মত
উড়িয়ে নিয়ে যায়না
মিথ্যাগুলো এখন শক্ত দেওয়াল হয়ে
দাঁড়িয়ে আছে সত্যের পথ রোধ করে
সেই বৃষ্টি আর হয়না
গলে গলে আর যায়না
সেই কাদামাটি ধুয়ে ধুয়ে গেলে
ঝকে ঝকে হতো আকাশ
চোখ থেকে উড়ে যেতো ধুলোবালি
দেখা যেতো সত্যের উদ্ভাসিত হাসি

No comments:

Post a Comment