Wednesday, May 9, 2012

তখন থেকে

আসলে আমি এখানে
শুধু দৌড়ায় সময়ের পিছু পিছু
এইসব জেনেও
যে সময় আমাকে সময় দেবেনা
একটুও
সময় করে কাছে বসবেনা
সময় করে চোখে চোখ রাখবেনা
সময় করে হাত ধরে বলবেনা
তুমি কেনো এ্যাত চিন্তা করো
সময় হলেই সব ঠিক হয়ে যাবে
কারন সময় নিজেই প্রতারক
নিজেই লাফায়
ঘেও কুকুরের মত
নিজেই থেমে থাকতে পারেনা একদন্ড
আমি শুধু ঝাঁপসা চোখে
দূর থেকে চেয়ে থাকি
সময়ের পানে
আসলে আমি বুঝিইনি
কতটুকু সময় ছিলো
সময়কে জানবার

No comments:

Post a Comment