
বাদশা আকবর হতে
আমি তোমার বাঁদি
দেখো কেউ যেন না জেনে ফ্যালে
কথাটা রেখো নিজেদের ভেতর
দেওয়ালেরও কান আছে
তুমি তো এমনটিই চেয়েছিলে
ফাঁকা পাতিলের আওয়াজ বেশী
চুপি চুপি ঢেকে রেখে
কঙ্কাল নীচে
হাত ধরেছিলে শুধু শেকল পড়াবে
লুকিয়ে সোনার কাঁকনে
আমার কান্না উবে যাবে মাটি না ছুঁয়ে
আমার গোঙ্গানী নিস্তব্ধ হয়ে যাবে
দেওয়ালে না ধাক্কা লেগেই
তুমি তো এমন চেয়েছিলে
মেরুদ্বন্ডবিহীন স্পিরিং এর তোতাপাখি
গলার ভেতরে গামছা গুজে দিতে
গুম করে দেবে সব শব্দ
কবিতা বা গান
মান অভিমান
তুমি তো শুধু পেটের ক্ষুধা মেটাতে চেয়েছিলে
তুমি তো শুধু দেহের ক্ষুধা মেটাতে ছোট ছোট
পথ হেটেছিলে উদোম গায়ে
তুমি তো এমনটিই চেয়েছিলে
বাদশা আকবর হতে
No comments:
Post a Comment