তখন সময়ই ছিলো এমন। ইসলাম "শান্তি" র ধর্ম। এই প্রচলিত বিশ্বাসের ভীতে আঘাত করার জন্য সারা বিশ্বে আরও একবার সংঘবদ্ধ আয়োজন চলছিল। ৯/১১ এর পর পর । ইসলাম শান্তির ধর্ম হোক বা সন্ত্রাসের - নাম বদলের পালা চলছিলো অন্য কারনে। যারা এই নাম বদলের আয়োজনে বিশ্বের লক্ষ কোটি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষকে হয়রানি, ল্যঞ্ছনা, হত্যা করছিলো তারা আরও একটি জিনিষের পরিবর্তন করছিলো তা হলো সাম্রাজ্যবাদীদের প্রতি সাধারন মানুষের দৃষ্টিভংগী।
দেশে দেশে শুধু এনজিও পাঠিয়ে কাজ হয়নি। ইসলামে বিস্বাসী মানুষের সংখ্যা অনেক বেশী। সারা বিশ্বে এদের ব্যাপক হয়রানীতে অতিষ্ট হয়ে একসময় ঘরে ঘরে মুক্তিযোদ্ধা তৈরি হবার উপক্রম হয়। ইসলাম জেহাদ ঘোষনা করে। সারা বিশ্বের মুসলমান সেদিন যা বুঝতে পেরেও অসহায় অবস্থায় দিন কাটিয়েছে তা হলো ঃ ইসলামকে ফাঁদে ফেলা হয়েছে। যারা ইসলামে বিশ্বাসী তাদেরকে এক ধরনের ঘৃন্য আর অমানবিক ফাঁদের আটকে ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে খাঁচার চার পাশে। যদি বাচতেঁ হয় তাহলে এই আগুন পেরুতে হবে । যারা লাফ দিতে না জানে তা এই আগুনে পুড়ে মরবে ।
পশ্চিমা দেশগুলোর সাধারন মানুষের ইসলাম সম্পর্কে তেমন ধারনা না থাকার ফলে মিডিয়াগুলোর ইসলাম বিরোধী কথাবার্তা সবাই এক বাক্যে গ্রহন করে। আর ৯/১১ এ আনুমানিক পাঁচ হাজার মানুষের মৃত্যুকে প্রচার মাধ্যমগুলো এমন ভাবসাব করে যেনো এই ৯/১১ এর কারনে যুক্তরাষ্টের সব নাগরিকের জীবন বিপন্ন হয়ে গ্যাছে । অথচ ৯/১১ ছিলো একটা সাজানো ঘটনা। এটা পেন্টাগনের দ্বারা ঘটানো সাজানো ধবংস।
[চলবে ]
দেশে দেশে শুধু এনজিও পাঠিয়ে কাজ হয়নি। ইসলামে বিস্বাসী মানুষের সংখ্যা অনেক বেশী। সারা বিশ্বে এদের ব্যাপক হয়রানীতে অতিষ্ট হয়ে একসময় ঘরে ঘরে মুক্তিযোদ্ধা তৈরি হবার উপক্রম হয়। ইসলাম জেহাদ ঘোষনা করে। সারা বিশ্বের মুসলমান সেদিন যা বুঝতে পেরেও অসহায় অবস্থায় দিন কাটিয়েছে তা হলো ঃ ইসলামকে ফাঁদে ফেলা হয়েছে। যারা ইসলামে বিশ্বাসী তাদেরকে এক ধরনের ঘৃন্য আর অমানবিক ফাঁদের আটকে ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে খাঁচার চার পাশে। যদি বাচতেঁ হয় তাহলে এই আগুন পেরুতে হবে । যারা লাফ দিতে না জানে তা এই আগুনে পুড়ে মরবে ।
পশ্চিমা দেশগুলোর সাধারন মানুষের ইসলাম সম্পর্কে তেমন ধারনা না থাকার ফলে মিডিয়াগুলোর ইসলাম বিরোধী কথাবার্তা সবাই এক বাক্যে গ্রহন করে। আর ৯/১১ এ আনুমানিক পাঁচ হাজার মানুষের মৃত্যুকে প্রচার মাধ্যমগুলো এমন ভাবসাব করে যেনো এই ৯/১১ এর কারনে যুক্তরাষ্টের সব নাগরিকের জীবন বিপন্ন হয়ে গ্যাছে । অথচ ৯/১১ ছিলো একটা সাজানো ঘটনা। এটা পেন্টাগনের দ্বারা ঘটানো সাজানো ধবংস।
[চলবে ]
No comments:
Post a Comment