Wednesday, May 9, 2012

খেলা

আমি যখন এলাম
তুমি তখন ছিলেনা
এমনই হয়
আমি যখন তোমাকে পেতে চাই
তুমি তখন আমাকে পেতে চাওনা
 আমি যখন তোমাকে ভালবাসি
তখন তুমি ভালবাসাকে ইতিহাস ভেবে
ফেলে দাও ধূলোর নীচে
আমি যখন অপেক্ষা করি
তুমি তখন শুরু করো ভ্রমন
অজানার দেশে
অনন্তকাল ধরে
আমার বুকের মাঝে অদৃশ্য কাঁটাতারের
দেয়াল রেখে

No comments:

Post a Comment