Saturday, May 5, 2012

ভুমি হরফে ধর্মের ভূমিকা

নদীর পাড়ের এই দুইশত একর ভূমি দরকার
আবাদ, কল কারখানা, ইস্কুল, কলেজ, সিনেগোগ
পরবর্তী পুরুষদের নিশ্চিন্ত জীবনযাপন এর জন্য।

ইশ্বর আমাকে স্বপ্নে দেখায়
এই দুইশত একর ভূমি আমার।

এই দুইশত একর ভূমিতে
এখন সুখে দুখে দিন কেটে যায়
মাঝে মাঝে ভেদ করা দায়
কে হিঁদু কে ম্লেচ্ছ

ধরতে হবে এক গরীবকে
স্থাপনের কাজে
গরুর মাথা মন্দিরে আর
শুয়োরের মাথা মসজিদে

জানোয়ারের মস্তক স্থাপন শেষে
শুরু হলো লঙ্কাকান্ড
কেউ মারা পড়লো
কেউ এলাকা ছেড়ে চলে গেল
কিছু ঘর কিছু হিঁদু কিছু ম্লেচ্ছো

আগুনে ছায় হলো
গরুর মাথা আর শুয়োরের মাথা
আর কিছু বিদেশীকে এনে
গড়ে উঠেছে আমার আবাস

ইশ্বরের স্বপ্নভূমি
ধর্মান্ধতা মানুষকে করে গৃহহারা
স্বজনহারা – এক শহীদ মিনার গড়বো মোরা

এই ভূমি হরফে খরচাপাতি নিম্নরুপঃ

লেখক, কবি, সাহিত্যিকদের
ধর্মের বিরুদ্ধে লেখার জন্য পদকে সোনার পানিতে যা কিছু খরচ গেছে
পুরোহিত, মাওলানাদের কিছু হাত খরচ
ফটোগ্রাফার আর সাংবাদিকদের কিছু পদোন্নতি

রাজনীতিবিদদের জনপ্রিয় হবার জন্য কিছু আগুনের ফুলঝুরি

ধর্মই দায়ী
এই নির্মম হত্যাকান্ডের জন্য

হিঁদু আর ম্লেচ্ছো এক হতে পারেনা কোনদিন
ধর্মে লেখা আছে কাফিরকে হত্যা করো
করেছে যারা তাঁরা যাবে যথাক্রমে
স্বরগে আর বেহেস্তে

এই ধর্মই সকল দোষের দোষী
সিনেগোগ স্থাপনের মাধ্যমে
আজ
দুইশত একরে শান্তি প্রতিষ্টা করলাম

ইশ্বরের স্বপ্নভূমিতে
দুইশত একরের আদি মালিক
আমার পূর্বপুরুষেরা স্বপ্নে ছিল
এখানে তাদের বসবাস
এখন উত্তর পুরুষে লিখবে ইতিহাস
শান্তি প্রতিষ্টার জন্য
আমাদের ত্যাগ, তিতিক্ষার পরিহাস



No comments:

Post a Comment