Saturday, May 5, 2012

কাকে ভালোবাসো ?

আর কাকে কাকে ভালবাসো তুমি?
গোয়ালের সামনে বাধা দুধেল গাভী
হৃষ্টপুষ্ট বাছুর
তোমার পেট আর
পেটের নীচের ক্ষুধা ??
এছাড়া আর কাকে কাকে ভালবাসো তুমি?
এক গরু জন্ম নিতে লাগে
উনিশ উনিশ বছর
জবাই করে ফেলো
সওয়াব হবে
দুধ দেওয়া বন্ধ হলে
আর কাকে কাকে ভালবাসো তুমি?
এক খাদক থেকে জন্ম নিলো
অনেক খাদকের
ছিটকে সরে গেলো
আদলে মিশাল দেখে
কালোবাজারে ভালো ব্যবসা জমেছে আবেগের
লাইনে দাঁড়িয়ে আছে সব
রেশনে কিনবে ভালবাসা
কি এক ফ্যাসাদ
রাতদিন অনটন লেগেছে ভালবাসার
পেট আর পেটের নীচ থেকে অবসর নেই তার

No comments:

Post a Comment