
সাঁতার না জানা মানুষ পানিতে যেমন খাবি খায়
ওরা মুচকি হাসে,
কৌতুক চোখে দ্যাখে অন্যমনস্ক
ষণ্ডযুদ্ধে রক্তাক্ত ষাঁড়কে দেখে মানুষ যেমন উল্লাস করে
রেসলারের রক্তাক্ত দাঁত শূন্যে
উড়ে যায় প্রতিদ্বন্দ্বীর ঘুষিতে
উল্লোসিতা ষোড়শীর হাটুতে এসে ঠক্কর খায়
তখন নিজের হাটুতে রক্ত
দেখে সে চিৎকার করে উঠে
দূর থেকে অন্যকে রক্তাক্ত হতে দেখাতে
যেমন আনন্দ
এমনকি সেই রক্তের ছিটে কোনভাবে
শরীরে লেগে গেলে
অন্য এক অনুভূতি হয়
ঘৃনা আর বমি উথলে উঠে
বুক থেকে
বিভেদ ঘৃনা থেকেই জন্ম নেয়
পাশবিকতা সবার অন্তরে লুকিয়ে থাকে
সেটা ঢেকে রাখতে গোলাপের চাষ
মাঝরাতে পূর্নিমার আধা ভক্ষিত চাঁদ
বুকের অর্ধেকটা আড়াল করে রাখে
অন্যের দুঃখ অনুভব করার
ক্ষমতা অবশ হয়ে যায়
তাই রক্ত ভাল লাগে
অন্যের গর্দানে, শরীরে, সন্তানের মৃতদেহে।
No comments:
Post a Comment