Saturday, May 5, 2012

রক্তচোষার বিবিধ কায়দা

শব্দ নিয়ে কাঁদা ছোড়াছুড়ি
যত আয়ূ কম হয়
মূল্য তত বৃদ্ধি পায়
যোগান কমে যাবে
নামের পেছনে বাঁদর নাচ
লাগ ভেল্কী লাগ
কাদামাটি ছেনে
দিগম্বর
বীর পুরুষ আসেন উঠে
পাছার দুর্গন্ধ মুছে
আলসে হাই তুলে
হাতে তুলে দেন
বস্তাপচা কাব্যমালা
নতুন খামে ভরে
কি এক চুপচাপ
নির্জীব জীবন সব
মরা লাশের উপরে জমে
থাকা রক্তে মশামাছির
খেলাধুলা জমে শুধু
রাতবিরেতে শেয়াল এলে
মশারা শেয়ালের পিঠে
জমে রক্ত চোষে

No comments:

Post a Comment