মগজের ঘিলু ভর্তা
মেশিনের কারসাজি যত
চারিপাশে দেখি
পিছলে থাকা কঙ্কাল
মেশিনে তেল ঢালো যত
পিছলে যাবে মগজের ছিটা তত
উঠিয়ে নিও সময় পেলে
অমৃত সুধা
আইনের ধুলো ঝেড়ে মুছে দিলে
সব কিছু দেখা যাবে সাফ সাফ
ভুল করোনা এইভাবে
শুধু মুখোশ বদলে দাও
চটচটে কালো টিনের নীচে
রোদ ঠিকরে দেখো
পিছলে যাবে চন্দ্র সূর্য সব কিছু
No comments:
Post a Comment