
দম বন্ধ করে ডুবে ছিলাম পানির নীচে
আমার মৃত্যু ঘটেছে সেখানেই
পানি তেমন গভীর ছিলোনা
তবে পানির ভেতরে ছায়া ছিলো
হায়েনার
ঘিরে দাড়িয়েছিলো পানির চারিপাশে
উপরে উঠলেই ছিড়ে খাবে
এক সময় আমার লাশ ভেসে উঠলে
শবদেহে জমা রক্ত
হীম শীতল
হায়েনারা হতাশ হয়ে গেলো চলে
অন্য শিকারের খোঁজে
No comments:
Post a Comment