Saturday, May 5, 2012

ইচ্ছা হলেও ছিলে ফেলিনা
আবরন বুকের খাচা থেকে
ভয়ে ভয়ে ঢেকে রাখি
কেউ যদি দেখে ফ্যালে
বুঝে যাবে
বুকের ভেতরে কিছু নেই
শূন্য গহ্বর

No comments:

Post a Comment