Saturday, May 5, 2012

স্পর্ধা



মাঝে মাঝে এমন হয়
মনে হয় পায়ের নীচে মাটি নেই
অথচ মাটির উপরে দাঁড়িয়ে আছি
মাঝে মাঝে শুন্যে ভাসি
মাঝে মাঝে বুকের ভেতরে
মনে হয় ইস্কুলের ছুটির ঘন্টা বাজে
মৃত্যুর অনেক কাছাকাছি এসে
ছুটে যায় ট্রেন
চেয়ে দেখি সন্তানের লাশ
হাতের উপরে ফেলে রেখে
চলে গেছে কারা যেনো
যাকে জন্ম দিয়েছিলাম
তাকে হত্যা করার অধিকার একজন মায়ের নেই
তবে সেই অধিকার ওরা কোথা থেকে পেলো ?

No comments:

Post a Comment