Saturday, May 12, 2012

আমার বন্ধু ভয়

কষ্ট হবে সেই ভয়
লেগে থাকে সব সময়
ফেউয়ের মত
পিছু ধাওয়া করে
ভয়
ভয় হয় সবসময়
হারাবার
এমন কি যা ছিলোনা কোনদিন
তা
হারিয়ে ফেলার ভয়
লেগে থাকে সারাক্ষন
তুমি নাই
তোমার চাইতেও বেশী
আপন এখন
তোমাকে হারাবার ভয়
আর তো কিছু নেই
কেউ থাকেনা সাথে
শুধু ভয় থাকে
চুন লাগাবার আগেই
খসে যাবে পান থেকে
সেই ভয় থেকে যায়
কেউ থাকেনা সাথে
শুধু ভয় থেকে যায়
 

No comments:

Post a Comment