Saturday, May 5, 2012

অস্তিত্ব

হেটেছি অনেক দিন
এই পথে
তুমি বলো অন্ধকার
সেই পথে
ভাল করে দ্যাখো
কালশিটে
হাটুতে হেটেছি
সেই পথে
আজ যেখানে তুমি
আছো মুখ থুবড়ে
ভাল করে দ্যাখো
আমিও আছি
ছিলাম
থাকবো চিরদিন
ভুলে
ফেলে এসেছি প্রান
শুধু শরীর এনেছি
সাথে করে

No comments:

Post a Comment