Saturday, May 5, 2012

কোনকিছু না জেনেই

হাত ধরলে
তুমি স্পর্শ পেলেনা
তোমার হাত অবশ
হৃদয় ছুলে
তুমি স্পর্শ পেলেনা
তোমার হৃদয় নিখোঁজ
তুমি ভেসে ভেসে আছো
কিছু খড়কুটোতে

কেনো বেঁচে আছো
সে কারন না জেনেই

No comments:

Post a Comment