Wednesday, May 9, 2012

সুন্দর

পোষাক বদল না করেই
বলে ফেললাম
সহজভাবে
ঘরে বাইরে
সেখানেই অমিল
ভুলের শুরু
সবাই ভুল করে
এইভাবে
সহজ হলে
সস্তা ভাবে
মেকী হলে
কিনে ফ্যালে দ্বিগুণ দামে
পচাতেই খুশী থাকে
সহজ সরল সোজা ভাষাতে
অপমান ভাবে
সত্য সুন্দর
হোক তা সে যতই কর্কশ

1 comment:

  1. ta tik je amra nijeder bul kokhono sikar kori na ,jodi here jai ,sei boye

    ReplyDelete