Saturday, May 5, 2012

শবের ডায়েরী

গভীর ঘুমে মনে হলো
কতগুলো ইঁদুর অন্ধকারে
মিটিং করছে ফিসফিসিয়ে
টেবিলটার নীচে

- আজ এই ঘরে কোন রান্না হয়নি
- এমনকি কোটাবাছাও নয়
- কাল যেমন দেখেছিলাম আজও তেমনি
অনড় থালাবাসনগুলো

দরোজাতে শব্দ পেলাম
কারা যেনো খাটিয়া নিয়ে এলো
খুব পরিচিত স্বর
আমার নিজের
গভীর ঘুমে মনে হলো
কারা যেনো আমাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে
গভীর ঘুমে মনে হলো
পানির স্পর্শ
দাঁড়িয়ে আছি ঝর্নার নীচে
লোবানের সুগন্ধ
আমার সবচেয়ে প্রিয়
গভীর ঘুমে মনে হলো
সুন্দর ধুষোর সন্ধ্যাতে
এক নদীর কিনারে আমার শবদেহ
স্থাপিত করা হলো
সোঁদা মাটির ঘরে
গভীর ঘুমে মনে হলো
আমার যাত্রা হলো শুরু
সম্পুর্ন এক নতুন জগতে

       

      No comments:

      Post a Comment