
এ্যাত জনবহুল শহরে
কেউ শোনেনি কারুকে হত্যা করতে
কেউ দ্যাখেনি কারুকে লাশ ভাসাতে
সবাই ব্যস্ত যার যার উৎসবে
গলা পচা লাশে উৎসব করে
পচা পানিতে
সবাই মত্ত উৎসবে
১৯৭২-৭৪ সালে এইরকম লাশ ভাসতো
সেই সময়ও সবাই ব্যস্ত ছিলো উৎসবে
তাই কেউ লেখেনি সেই ইতিহাস
এখনও এইসব লাশেগুলো কাগজ শুধু
কেউ জানতে চায়না
এদের লাশ হয়ে যাবার কারন
যারা এদের হত্যা করেছে
তারা আল সামস ছিলো কিনা আল বদর
সবাই উৎসবে মত্ত
লাশগুলোকে পালটে দেখলে
হয়তো দেখা যাবে
এদের একজন ইলিয়াস আলী
বা শেখ মুজিব
বা শেখ হাসিনার ছেলে জয়
এক দিন প্রতি ঘর থেকে কেউ না কেউ
এইভাবে কাগজের মত
লাশ হয়ে ভাসবে
তখন ইতিহাস লেখা হবে
No comments:
Post a Comment