Saturday, May 5, 2012

মাঝ পথে

চোখে স্বপ্ন নাই
শান্তিতে বিশ্বাস করি
ভুয়া আশ্বাসে আস্থা নাই
কষ্ট করলে কেষ্ট মেলে
অনায়াসে কেটে যায়
কারু কারু জীবন
কঠোর পরিশ্রম করেও
সেই পথে আর হয়না
হাটা পাহাড় কাটা শেষে

চেষ্টা স্বপ্ন নয়
অর্জিত অধিকার

No comments:

Post a Comment