Saturday, May 5, 2012

গুম

একেবারে শূন্য থেকে
শুরু হয় সকাল সকাল
মোড়কে ভরে ফেলি
তাড়াহুড়া করে
যা কিছু অসুন্দর
কেউ যাতে না দ্যাখে
লুকিয়ে রাখি যা কিছু
অসম্ভব
চিন্তা ভাবনা হাসি
ভালবাসা
স্মৃতি
সামলে ফেলি
দুঃখগুলো
বেড়ুতে দিলেই করে ফ্যালে হট্টোগোল
চোখে চোখে ঝুলে পড়ে
আপেক্ষিক বিতর্ক
স্ববিরোধী শব্দ
সুটকেসে ভরে লুকিয়ে ফেলি
গুম হয়ে যাওয়া লাশ
খেলনার মতো
উপুর করে রাখি
ছিপি থেকে ছলকে মেছেতে পড়লে
কৈ মাছের মত
চলে যাবে তেরছা করে
জলের নীচে
চুপচাপ ফুলে থাকা শবদেহ
ভেসে উঠে মাছের পিঠে

No comments:

Post a Comment