Saturday, May 5, 2012

সন্ধিক্ষন

এইতো স্বপ্ন পূরণ হলো
চামড়া জড়ো জড়ো
এখন সেই কাঁচা মরিচের মত
মসৃনতা গত
ইতিহাসের পাতাতে মরিচিকা
ধুলো ধুসোরিত বেদনা জমা
মগজের ভেতরে
স্পৃহা ঝিমিয়ে যায়
এইতো স্বপ্ন ছিলো
পূরণ হলো
হাতে হাত রাখলাম অবশ
শান্ত ছিলো
নিঃশ্বাস প্রশ্বাসের উঠানামা
অবয়ব
এখানেই সব পথ শেষ হয়ে যায়
প্রত্যাশার যবনিকা টানি
চামরা জড়ো জড়ো
ধনেখালি শাড়ীর পাড়ে
মরে আছে তেলেপোকা
স্যাতস্যাতে মেঝেতে পানের বাঁটা
শুখিয়ে গেছে খয়েরের দাগ
কালো কালো দাঁতের কোনে
এইতো স্বপ্ন পূরণ হলো
চামরা জড়ো জড়ো

No comments:

Post a Comment